আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ নোবেলের

১৮ অক্টোবর বাংলা ব্যান্ডের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। ঠিক দুই দিন পর, ২০ অক্টোবর, সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা হবে। এই দুই কিংবদন্তির সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব ছিল মডেল ও বিজ্ঞাপন শিল্পী আদিল হোসেন নোবেলের। বিশেষ মুহূর্তে নোবেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে নোবেল জানান, “বাচু ভাই মারা যাওয়ার খবর পেয়ে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। একা বাসায় ছিলাম, খবর শুনে মন ভেঙে পড়েছিল।” ছোটবেলা থেকেই আইয়ুব বাচ্চুকে চেনা নোবেলের মতে, ঢাকায় আসার পরও তাঁদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।
নোবেল স্মৃতিচারণে বলেন, “আমার অনেক বিজ্ঞাপনের জিঙ্গলে আইয়ুব বাচ্চুর কণ্ঠ ছিল। কাজের বাইরেও আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে ওনার এবি কিচেনে যাওয়া আমাদের অনেক সুন্দর মুহূর্তের অংশ।”
বিজ্ঞাপন
সালমান শাহকে নিয়ে নোবেল বলেন, “‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় প্রথম অভিনয়ের প্রস্তাব এসেছিল আমার কাছে, কিন্তু নিজে না নেওয়ায় কখনো আফসোস করি না। মনে করি, সিনেমাটি এত সুন্দর হতো না যদি আমি অভিনয় করতাম।” তিনি আরও যোগ করেন, “ইমনের চরিত্র, লুক ও অভিনয় সব মিলিয়ে সিনেমাটি অসাধারণ হয়েছে। সিনেমা দেখার পর সালমানকে প্রশংসা জানিয়েছিলাম।”
নোবেল ও সালমানের সম্পর্ক বিজ্ঞাপন জগতেও ছিল বিশেষ। নোবেল তার মডেলিং জীবন শুরু করেছিলেন এআরসি চায়ের বিজ্ঞাপনের মাধ্যমে, যেখানে সালমান শাহ ফান্টার বিজ্ঞাপনে ছিলেন। নোবেল স্বচ্ছন্দে বলেন, “আমার স্প্রাইটের বিজ্ঞাপন প্রচারিত হয়নি, তবে আমি এতে কোনো আফসোস করি না।”