‘নিজের কাজে মন দিন’ সমালোচকদের উদ্দেশে সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবালকে ঘিরে আবারও নতুন বিতর্কের জন্ম হয়েছে। সম্প্রতি তারা সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত শেখ জায়েদ মসজিদ পরিদর্শনে যান।
বিজ্ঞাপন
সেখানকার কিছু মুহূর্ত ছবিতে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই দম্পতি। আর সেখান থেকেই শুরু হয় নতুন ঝড়।
ছবিগুলোর একটিতে দেখা যায়, সোনাক্ষী ও জাহির দু’জনেই জুতো পায়ে মসজিদের প্রাঙ্গণে হাঁটছেন। ওই ছবিটি চোখে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঢল নামে। অনেকেই ধর্মীয় স্থানে এমন আচরণকে ‘অশোভন’ বলে মন্তব্য করেন। কেউ কেউ আবার ছবিটি আলাদা করে পোস্ট করে কটাক্ষও করেন।
বিজ্ঞাপন
তবে বিতর্ক যখন তীব্র হচ্ছে, তখনই নিজের অবস্থান পরিষ্কার করেন সোনাক্ষী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, আমরা মসজিদের ভেতরে নয়, বাইরে ছিলাম। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পরই জুতো খুলে রেখেছিলাম। এটুকু শিষ্টাচার আমাদের জানা আছে।”
আরও পড়ুন: দূরত্ব আজ কোনো বাধাই নয় : অপু বিশ্বাস
তিনি আরও যোগ করেন, “অনর্থক বিতর্ক বন্ধ করুন। সবাই নিজের কাজে মন দিন।”
বিজ্ঞাপন
এর আগেও বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে আলোচনায় ছিলেন সোনাক্ষী ও জাহির। তবে এবারের মতো সরাসরি কটাক্ষের জবাব খুব কমই দিতে দেখা গেছে অভিনেত্রীকে।