Logo

তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ চান পরেশ রাওয়াল!

profile picture
বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১৮:৪৮
18Shares
তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ চান পরেশ রাওয়াল!
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল আবারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তার অভিনীত আসন্ন সিনেমা ‘দ্য তাজ স্টোরি’–এর ট্রেলারে দেখা যায়, তিনি তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ করার দাবি জানাচ্ছেন। এই সংলাপ প্রকাশের পরই মুঘল স্থাপত্য ও ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতে তাজমহলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন তত্ত্ব বিদ্যমান। হিন্দুত্ববাদী কিছু মহল দাবি করে, এই স্থাপনাটি মূলত প্রাচীন হিন্দু মন্দির ‘তেজো মহালয়া’, যা পরবর্তীতে সম্রাট শাহজাহান মুমতাজ মহলের স্মৃতিতে রূপান্তরিত করেন। যদিও ইতিহাসবিদরা তাজমহলকে প্রেমের প্রতীক এবং মুঘল স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে দেখেন।

বিজ্ঞাপন

সিনেমার মোশন পোস্টার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। পোস্টারে দেখা যায়, তাজমহলের গম্বুজের নিচ থেকে শিবের মূর্তি উঠে আসছে, যা অনেকেই হিন্দুত্ববাদী প্রয়াস হিসেবে ব্যাখ্যা করেছেন। ট্রেলারে দেখা যায়, পরেশ রাওয়ালের চরিত্র বিষ্ণু দাস আদালতে গিয়ে তাজমহলের ইতিহাস যাচাই করার আবেদন জানাচ্ছেন এবং ‘ডিএনএ পরীক্ষা’ করার ইচ্ছা প্রকাশ করছেন।

অমরীশ গোয়েল পরিচালিত এই কোর্টরুম ড্রামায় পরেশ রাওয়াল ছাড়াও অভিনয় করেছেন জাকির হুসেইন, অম্রুতা খানবিলকর, স্নেহা ওয়াঘ এবং নমিত দাস।

বিজ্ঞাপন

সিনেমা ৩১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলারের প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD