দিলীপ কুমার থেকে এ আর রহমান হলেন যেভাবে

অস্কারজয়ী সুরকার এ আর রহমান বরাবরই নিজের আধ্যাত্মিক যাত্রা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। কিন্তু খুব কম মানুষই জানেন, আজ যে নামে তাঁকে সারা বিশ্ব চেনে, সেই নামটি দিয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল ‘দিলীপ কুমার’।
বিজ্ঞাপন
হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলেন রহমান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, পিতার মৃত্যুর পর এক গভীর সুফি আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রভাবে তিনি ও তাঁর পরিবার ১৯৮০-এর দশকের শেষ দিকে ইসলাম গ্রহণ করেন।
ধর্মান্তরিত হওয়ার পরই নাম বদলে রাখেন ‘এ আর রহমান’। আশ্চর্যের বিষয়, এই নতুন নামটি প্রস্তাব করেছিলেন এক হিন্দু জ্যোতিষীই।
এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, “সত্যি কথা বলতে কী, নিজের নামটা কখনোই আমার ভালো লাগত না। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি পরম শ্রদ্ধা রেখেও বলছি, আমার নামটা যেন আমার সঙ্গে মানাত না।”
বিজ্ঞাপন
রহমান জানান, একদিন তাঁর মা ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তাঁকে নিয়ে যান এক জ্যোতিষীর কাছে। সেই সাক্ষাৎই বদলে দেয় তাঁর জীবন। রহমানের ভাষায়, “আমরা তখন সুফিবাদের পথে হাঁটতে শুরু করেছি। নাম পাল্টানোর কথাও ভাবছিলাম। জ্যোতিষী আমাকে দেখে বললেন, ‘এই ছেলেটা খুব ইন্টারেস্টিং।’ এরপরই তিনি দুটি নাম প্রস্তাব করেন, ‘আবদুল রহমান’ আর ‘আবদুল রহিম’। আমি সঙ্গে সঙ্গে ‘রহমান’ নামটাই ভালোবেসে ফেলি।”
তবে এখানেই শেষ নয়। ছেলের নতুন নামের শুরুটা প্রস্তাব করেছিলেন তাঁর মা, ‘আল্লাহরাখা’। রহমান বলেন, “মা-ই বলেছিলেন, ‘আল্লাহরাখা যোগ কর, অর্থাৎ যাকে আল্লাহ রক্ষা করেন।’ সেভাবেই শুরু হয় আমার নতুন পরিচয়, এ আর রহমান।”
বিজ্ঞাপন
১৯৬৭ সালের ৬ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে জন্ম তাঁর। নব্বইয়ের দশকের শুরুতে তামিল সিনেমার মাধ্যমে সঙ্গীতজগতে যাত্রা শুরু। পরে বলিউড থেকে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য, সবখানেই তিনি অনন্য।
অস্কার ও গ্র্যামিসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন; ভারত সরকারও তাঁকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে।