Logo

কিছু পেইজ সিদ্দিকের ফুফুকে তার এক্স ওয়াইফ বানিয়ে দিয়েছে: তনি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১৭:৪০
4Shares
কিছু পেইজ সিদ্দিকের ফুফুকে তার এক্স ওয়াইফ বানিয়ে দিয়েছে: তনি
ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুনর্বিবাহ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কেউ শুভকামনা জানালেও, কেউ কেউ কটাক্ষ করতে ছাড়ছেন না।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে ব্যাংককের এক হাসপাতালে মারা যান তনির স্বামী শাহাদাৎ হোসাইন। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই ব্যবসা ও সংসার সামলাচ্ছিলেন তিনি। এর মধ্যেই নতুন করে বিয়ে করায় শুরু হয় বিতর্ক।

সমালোচকদের উদ্দেশে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তনি। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৈফিয়ত আগেও দেইনি, এখনো দিবো না। জীবনে যা ভালো মনে হয়েছে, সেটাই করেছি এবং ভবিষ্যতেও করবো। ভুল হলে আমি ভুগবো, ঠিক হলে সেটার আনন্দও আমি ভোগ করবো।”

বিজ্ঞাপন

তনি আরও জানান, নিজের সমালোচকদের কোনো পোস্ট বা ভিডিও তিনি কখনো দেখেন না, পড়েন না বা শোনেন না। বরং এমন কনটেন্ট সামনে এলে সরাসরি ব্লক করে দেন। তার ভাষায়, “মানুষ আমাকে খাওয়ায় না, টাকা দেয় না— তাই তাদের জন্য নিজের মন খারাপ করার কোনো মানে হয় না।”

নতুন স্বামী রাসেলকে নিয়ে গুজব প্রসঙ্গে তনি বলেন, “কিছু কিছু পেইজ তার ফুফুকে তার এক্স ওয়াইফ বানিয়ে দিয়েছে! এমনকি তার বন্ধুদের বাচ্চাদের সঙ্গে আমার ছবি দেখে সেগুলোও তার বাচ্চা বানিয়ে ফেলেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের বিয়ে কোনো গোপন বিষয় নয়, বরং তা প্রকাশ্যেই সম্পন্ন হয়েছে।

“আমরা নিজেরাই বিয়ের খবর জানিয়েছি। কেউ কোথাও থেকে ফাঁস করেনি,” উল্লেখ করেন তনি।

পরিচয় থেকে বিয়ের সময়সূচিও প্রকাশ করেন তিনি “এই বছরের ১৪ এপ্রিল আমাদের প্রথম পরিচয়, ২১ জুন প্রথম দেখা, আর ১২ আগস্ট বিয়ে হয়। সব বলে দিলাম, এখন ডেট ধরে ধরে অ্যানিভার্সারি উইশ করবেন!”

বিজ্ঞাপন

সবশেষে সমালোচকদের উদ্দেশে তনি বলেন, “আমাকে ভালো না লাগলে আনফলো বা ব্লক করে দিন। আর যদি ভালো লাগে, বেশি বেশি শেয়ার করুন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন।”

তনি আরও সতর্ক করে জানান, তার নামে শতাধিক ভুয়া আইডি ও পেইজ সক্রিয় রয়েছে। তার সত্যিকারের অ্যাকাউন্ট হলো Sanvee’s by Tony, Forever Tony Tony, এবং Tony— এই তিনটি, যেগুলো ব্লু ভেরিফায়েড।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD