Logo

‘আপনি এত টাকা দিয়ে কী করবেন?’

profile picture
বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১৭:০২
3Shares
‘আপনি এত টাকা দিয়ে কী করবেন?’
ফাইল ছবি।

বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় শীর্ষে আছেন বলিউডের কিং খান, শাহরুখ খান। সম্প্রতি এই বিপুল সম্পদ নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতীয় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। তাঁর বক্তব্য, ‘যখন আপনার আয়-সম্পত্তি এত বিশাল, তখন ক্ষতিকর পানমশলার বিজ্ঞাপন করার প্রয়োজনটাই বা কোথায়?’

বিজ্ঞাপন

ধ্রুব রাঠীর সাম্প্রতিক এক ভিডিওতে শাহরুখের সম্পদের হিসাব তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের হিসাবে বর্তমানে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১২ হাজার ৪০০ কোটি রুপি।

রাঠীর বিশ্লেষণে দেখা যায়, শুধুমাত্র ব্যাংকে এই অর্থ জমা রাখলেও কিং খানের প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হওয়ার কথা। এরপরই তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “আরও ১০০ বা ২০০ কোটি টাকার দরকারটা আসলে কতটা জরুরি? নিজের কাছে প্রশ্ন করুন, এত টাকা দিয়েই বা আপনি করবেন কী?”

বিজ্ঞাপন

তার মতে, শাহরুখের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব যখন ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপনে অংশ নেন, তা সমাজে ভুল বার্তা দেয়।

ধ্রুব রাঠীর এই মন্তব্য প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক, শুধু সম্পদের পরিমাণ নয়, এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘দায়িত্বশীলতা’ও।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD