ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি এক পডকাস্টে নিজের রূপ ও সৌন্দর্য নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার জবাব দিয়েছেন। দীর্ঘদিন ধরেই নেটমাধ্যমে তার পরিবর্তিত লুক নিয়ে আলোচনা চলছে। এবার নিজেই খোলাখুলি জানালেন বাস্তবতা।
বিজ্ঞাপন
পডকাস্টে উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। তাছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।
নিজের শারীরিক পরিবর্তন নিয়ে গুজবের জবাবে অভিনেত্রী আরও বলেন, তো আমি কীভাবে পরিবর্তন করব? আমি কিছুই করিনি।
বিজ্ঞাপন
সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার প্রশ্নে শ্রাবন্তী অকপটভাবে জানান, ইনজেকশন দিতে তার ভয় লাগে। যদিও ভবিষ্যতে চেষ্টা করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তার ভাষায়, ইনজেকশনে ভয় লাগে, তবে ভবিষ্যতে একবার ট্রাই করে দেখব, কিন্তু এখন পর্যন্ত কিছু করিনি।
এই মন্তব্যের পর শ্রাবন্তী চ্যাটার্জির ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে ব্যক্তিগত জীবন ও কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।