ফের ভাইরাল ডা. এজাজ, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

দেশের জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম আবারও নিজের সরলতা ও বিনয়ের প্রমাণ রাখলেন। সম্প্রতি তার এক সাধারণ বাসযাত্রার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠেছিলেন এক যাত্রী। তিনি ফেসবুকে পোস্ট করে জানান, গাজীপুর চৌরাস্তায় উঠে বাসের সামনের সিটে গিয়ে বসেন ডা. এজাজুল ইসলাম। পরিচিত মুখ হলেও তিনি একদম সাধারণ পোশাকে ছিলেন। অন্যান্য যাত্রীরা আসন দিতে চাইলেও তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। এমনকি পরে পাশে আসন খালি হলেও নিজে বসার পরিবর্তে অন্য এক যাত্রীকে বসতে বলেন।
পোস্টদাতা লেখেন, “চিকিৎসক বা অভিনেতা, দুই পরিচয়েই তিনি বড় মানুষ। কিন্তু আচরণে এমন বিনয় খুবই বিরল। এজাজ স্যার আমাদের শেখালেন, মানুষ বড় হয় তার মানবিকতায়।”
বিজ্ঞাপন
নেটিজেনরাও এই ঘটনার প্রশংসায় মেতেছেন। কেউ লিখেছেন, “এটাই একজন প্রকৃত তারকার পরিচয়।” আরেকজন মন্তব্য করেছেন, “এমন মানুষরাই সমাজে আলোর দিশা দেখান।”
ডা. এজাজুল ইসলাম শুধু একজন সফল চিকিৎসকই নন, তিনি দেশের নাটক ও চলচ্চিত্র জগতের একজন সম্মানিত অভিনেতা। প্রয়াত নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে আসা এই শিল্পী ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘বেহুলা’, ‘আজ রবিবার’সহ বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বিজ্ঞাপন
‘গরিবের ডাক্তার’ নামে খ্যাত এজাজুল ইসলাম নিজের জীবনে যে মানবিকতা, সরলতা ও দায়িত্ববোধের পরিচয় দেন, তাতেই মুগ্ধ হচ্ছে পুরো দেশ।