Logo

হানিয়া আমির জাতিসংঘের জাতীয় শুভেচ্ছাদূত নিযুক্ত

profile picture
বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৫, ১৭:৫০
8Shares
হানিয়া আমির জাতিসংঘের জাতীয় শুভেচ্ছাদূত নিযুক্ত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার আন্তর্জাতিক মঞ্চে সমাজের অবহেলিত নারীদের কণ্ঠস্বর তুলে ধরবেন। তাকে ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এই নিযুক্তির মাধ্যমে হানিয়া পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে ২০১৫ সালে মুনিবা মাজারি এই পদে ছিলেন।

নতুন দায়িত্বে হানিয়া মূলত নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে কাজ করবেন। তিনি তার জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব ব্যবহার করে বিশেষভাবে কন্যাশিশু ও নারীদের জন্য সচেতনতা বাড়াবেন।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর হানিয়া বলেন, “ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য কেবল সম্মানের বিষয় নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ যারা প্রায়শই শুনানো হয় না।”

অভিনেত্রীর আন্তর্জাতিক স্বীকৃতিও বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এছাড়া, ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেকের প্রস্তুতিও নিচ্ছেন।

বিজ্ঞাপন

ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি হানিয়ার নিয়োগ প্রসঙ্গে বলেছেন, “তার নিষ্ঠা, সাহস এবং জনগণের সঙ্গে সংযোগ দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD