Logo

সীমা ছাড়ানোর বড় চ্যালেঞ্জ ছিল সামান্থার সেই আইটেম গান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১২:৩২
9Shares
সীমা ছাড়ানোর বড় চ্যালেঞ্জ ছিল সামান্থার সেই আইটেম গান
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বরাবরই নিজের কাজের ভেতর নতুনত্ব খুঁজে ফেরেন। তবে তার অভিনয়জীবনের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির বিখ্যাত গান ‘ও আন্টাভা’—যা মুক্তির পরেই ঝড় তোলে গোটা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।

বিজ্ঞাপন

গানে সামান্থার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের তাক লাগালেও, অভিনেত্রীর কাছে এটি ছিল একেবারে ভিন্নরকম অভিজ্ঞতা—নিজেকে নতুনভাবে আবিষ্কারের চ্যালেঞ্জ।

সম্প্রতি এক অনুষ্ঠানে সামান্থা বলেন, “এই গানটিতে অংশ নেওয়া আমার জন্য ছিল আত্মবিশ্বাসের পরীক্ষা। আমি কখনও ভাবিনি এমন চরিত্রে আমাকে কেউ কাস্ট করবে। নিজেকে প্রমাণ করার ইচ্ছেই আমাকে রাজি করেছিল।”

বিজ্ঞাপন

অভিনেত্রীর ভাষায়, শুটিংয়ের প্রথম দিনটিই ছিল সবচেয়ে কঠিন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয় আর সংশয়ে কাঁপছিলেন তিনি। “আমি অনেক সময় নিজেকে যথেষ্ট সুন্দর বা আত্মবিশ্বাসী ভাবিনি। তাই এই গানে নাচটা ছিল নিজের ভেতরের ভয় ভাঙার চেষ্টা,” যোগ করেন সামান্থা।

তিনি আরও বলেন, জীবনের প্রতিটি ধাপে তিনি ইচ্ছে করেই নিজেকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেছেন, যেখানে আরাম নেই, আছে কেবল চ্যালেঞ্জ। তার বিশ্বাস—“যতক্ষণ না কেউ নিজের সীমা ছাড়িয়ে যেতে চায়, ততক্ষণ উন্নতি সম্ভব নয়।”

বিজ্ঞাপন

‘ও আন্টাভা’ শুধু দর্শকের কাছে জনপ্রিয় গানই নয়, সামান্থার ক্যারিয়ারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও এক মাইলফলক হয়ে আছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD