হিরো আলমের দুধ দিয়ে গোসলের ভিডিও মুহূর্তেই ভাইরাল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাব নগরে এক ব্যতিক্রমী ঘটনায় নিজের স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয়েছে নানামুখী প্রতিক্রিয়া।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী ভক্ত হাতে দুধের বোতল নিয়ে হাজির হন এবং হিরো আলমকে তা দিয়ে গোসল করান। ঘটনাটি দেখতে আশপাশে ভিড় জমান স্থানীয়রা।
বিজ্ঞাপন
এর আগে ফেসবুকে পোস্ট করে হিরো আলম জানান, আজ বিভিন্ন জেলা থেকে নারী ভক্তরা তার কাছে দুধ নিয়ে এসেছেন, যা দিয়ে তিনি গোসল করবেন। তিনি উল্লেখ করেন, আজ আফতাব নগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।
হিরো আলম আরও জানিয়েছেন, সংসার ও বিয়ের বিষয়ে তার মতামত, এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তান রয়েছে এবং তাদের দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইবার বিয়ে করেছি, কিন্তু আমার স্ত্রীরা আমাকে মিথ্যা কথা বলেছে এবং তাদের আসল উদ্দেশ্য ছিল স্টার হওয়া।
বিজ্ঞাপন
গত কয়েক মাস ধরে হিরো আলম ও রিয়া মনির সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছিল। যদিও রিয়া মনি এসব গুঞ্জন সরাসরি অস্বীকার করেননি। তালাক ঘোষণার পর রিয়া মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।