Logo

রাগে ডিভোর্সের কথা বলেছিলাম, বাস্তবে বিচ্ছেদ হয়নি: মাহি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৬:০৮
8Shares
রাগে ডিভোর্সের কথা বলেছিলাম, বাস্তবে বিচ্ছেদ হয়নি: মাহি
ফাইল ছবি।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে মুখ খুলেছেন। কয়েক বছর আগে মাহি জানিয়েছিলেন, তিনি তার স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পথে চলে গেছেন। কিন্তু এবার স্পষ্ট করেছেন, সেই সিদ্ধান্ত কেবল রাগের মুহূর্তের প্রকাশ ছিল; প্রকৃতপক্ষে তারা এখনও বিবাহিত।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মাহি, তার স্বামী রাকিব সরকার এবং তাদের সন্তান ফারিশ একসঙ্গে আছেন। এ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে, তারা কি আবার এক হয়েছেন।

মাহি গণমাধ্যমকে বলেন, “আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। বাস্তবে আমাদের ডিভোর্স হয়নি। আমরা এখনো নিয়মিত যোগাযোগ রাখছি।” তিনি আরও জানান, ভাইরাল হওয়া ছবিটি তারা ভারতের এক সফরে তোলেন, তবে তখন তা প্রকাশিত হয়নি। সম্প্রতি উইকিপিডিয়ায় তাদের ডিভোর্স লেখা দেখার পর সত্যটি স্পষ্ট করতে ছবিটি পোস্ট করেছেন। মাহি জানান, “আমাদের পাসপোর্টেও এখনও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার।”

বিজ্ঞাপন

মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। পাঁচ বছর পর তাদের সংসার শেষ হয়। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। বছর দেড়েক আগে মাহি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে। এবার সেই বিভ্রান্তি দূর করেছেন।

রাকিবের প্রশংসা করে মাহি বলেন, “তিনি খুব ভালো মানুষ এবং পরোপকারী। আমাদের ব্যক্তিত্ব আলাদা হলেও, ফারিশের ব্যাপারে আমরা নিয়মিত কথা বলি। সে ফারিশের জন্য অত্যন্ত যত্নশীল বাবা।”

বিজ্ঞাপন

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রাকিব কোথায় আছেন, তা নিশ্চিত জানা যায়নি। শোনা যাচ্ছে, পেশাগত কাজে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে মাহি কাজ করছেন নতুন চলচ্চিত্র ‘অন্তর্যামী’ নিয়ে, যা প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটি বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে শুট হবে। কাহিনির মূল চরিত্রে থাকবেন মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশুশিল্পী মাবশু, যিনি ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভুমিকায় দেখা দেবেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD