শাকিব খানের সিনেমার প্রস্তাবটা প্রথমে ভুয়া ভেবেছিলাম: ইধিকা পাল

ঢাকাই চলচ্চিত্রে প্রথমবার পা রেখেই দর্শকের হৃদয় জয় করেন টলিউডের অভিনেত্রী ইধিকা পাল।
বিজ্ঞাপন
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিতে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে তার অভিনয় ছিল আলোচনার কেন্দ্রে। তবে অবাক করার মতো তথ্য জানালেন ইধিকা— ছবিটির প্রস্তাব পাওয়ার সময় তিনি ভেবেছিলেন এটি “ভুয়া অফার”!
আরও পড়ুন: রুপালি গিটার ছেড়ে যাওয়ার ৭ বছর
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা বলেন, “ওই সময় আমি সিনেমায় কাজ করার পরিকল্পনা করছিলাম মাত্র। হঠাৎ করেই একটা ফোন এলো, বলা হলো শাকিব খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব আছে। প্রথমে ভেবেছিলাম, কেউ হয়তো মজা করছে! পরে যাচাই করে বুঝলাম, অফারটি সত্যি। এরপর যখন বাংলাদেশে যাই, সবার ভালোবাসা আর আন্তরিকতায় আমি মুগ্ধ হই।”
বিজ্ঞাপন
‘প্রিয়তমা’ মুক্তির পর থেকেই ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে, বিশেষ করে টলিউড তারকা দেব–এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “এসব নিছক গুজব। আমি এখন শুধু নিজের ক্যারিয়ারে মন দিতে চাই। সামনে অনেক কাজ আছে, সেই দিকেই আমার সব মনোযোগ।”
আরও পড়ুন: দীপিকা পাড়ুকোনের কণ্ঠ এবার মেটা এআই-তে
ট্রোল বা গসিপ নিয়ে ইধিকার প্রতিক্রিয়া ছিল শান্ত ও পরিণত “যে কোনো সাফল্যের সঙ্গে সমালোচনাও আসে, এটা স্বাভাবিক। এসব আমাকে খুব একটা প্রভাবিত করে না। ভালো বা খারাপ — দুটোই জীবনের অংশ।”
বিজ্ঞাপন
নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি। হাসিমুখে বলেন, “আমি এখন পুরোপুরি সিঙ্গেল!”