রুপালি গিটার ছেড়ে যাওয়ার ৭ বছর

‘রুপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে, বহুদূরে’— সেই সুর ও কণ্ঠ আজও যেন কানে বাজে। বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার সাত বছর পূর্ণ হলো শনিবার (১৮ অক্টোবর)। ২০১৮ সালের এই দিনে সত্যি হয়েছিল তারই গাওয়া সেই গানের কথা— রুপালি গিটারের জাদুকর পাড়ি জমান এক অচেনা দূরত্বে।
বিজ্ঞাপন
সেদিনের ভোরে নেমে এসেছিল একরাশ নিস্তব্ধতা। খবরটা ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। ‘আইয়ুব বাচ্চু আর নেই’— কথাটা যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। অফিস, ক্যাম্পাস কিংবা চায়ের দোকান— সবখানেই ঘুরে বেড়াচ্ছিল একই বাক্য, একই অবিশ্বাস।
দেশজুড়ে ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া। সামাজিক মাধ্যমে ভেসে আসে কোটি ভক্তের ভালোবাসা, স্মৃতি আর অশ্রু। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত ভক্তরা ছুটে গিয়েছিলেন শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে। এমন দৃশ্য, এমন আবেগ— বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে বিরল এক অধ্যায়।
বিজ্ঞাপন
মাত্র ৫৬ বছর বয়সেই থেমে যায় আইয়ুব বাচ্চুর জীবন, কিন্তু থেমে যায়নি তার সৃষ্টি। রেখে গেছেন ‘সেই তুমি’, ‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘রুপালি গিটার’-এর মতো শত শত কালজয়ী গান। প্রতিটি সুরেই তিনি যেন আজও নতুন করে বেঁচে থাকেন।
আজ, প্রয়াণদিবসে সামাজিক মাধ্যমে আবারও ভেসে উঠেছে ভক্তদের শ্রদ্ধা আর ভালোবাসা। আইয়ুব বাচ্চু আর নেই, কিন্তু তার গানের সুর, মায়াভরা কণ্ঠ আর গিটারের ঝংকার আজও ছুঁয়ে যায় প্রতিটি হৃদয়কে। জানা গেছে, দিনটি পারিবারিকভাবে পালন করবেন আইয়ুব বাচ্চুর পরিবার।