মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না: জয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক পডকাস্টে খোলাখুলি কথা বলেছেন তার জীবনের দর্শন ও অভিজ্ঞতা নিয়ে।
বিজ্ঞাপন
অভিনেত্রী জানান, “মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। সফল হতে হলে লক্ষ্য নিয়ে অদম্য ইচ্ছাশক্তি থাকা জরুরি। নিজের প্রতি পরীক্ষা দিতে দিতে এগোতে হবে।”
জয়ার মতে, তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পরিশ্রম ও ধৈর্য। অভিনয় জীবনের শুরুতে তিনি ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতেন না, কিন্তু অভিজ্ঞ নির্মাতাদের নির্দেশনায় এখন অভিনয়ের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করেছেন।
বিজ্ঞাপন
ব্যক্তিজীবনের প্রসঙ্গেও জয়ার আগ্রহ পুরনো জিনিসের প্রতি। তার বাড়িতে রয়েছে প্রায় ২০০ বছরের পুরনো আলমারি, এবং নিজের জন্ম খাটও সংরক্ষণ করেছেন। জয়া বলেন, “আমি পুরোনোতে বাঁচি। অতীত শুধু অতীত নয়; এটি বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ।”
সামাজিক মাধ্যমের ব্যবহার নিয়ে অভিনেত্রী জানান, তিনি কমেন্টগুলো সাধারণত পড়েন না। তবে কখনো পড়লে খারাপ লাগে, বিশেষ করে যারা অশোভন মন্তব্য করে আনন্দ খোঁজেন। জয়া মনে করেন, “যারা বাজে কথা ছড়ায়, তার দায় তাদের। আমার কিছু হবে না।”