রাজ-দেব রাজনীতিক হিসেবে কেমন? যা বললেন শুভশ্রী

অভিনয় ও রাজনীতির জগতে দুই নাম বিশেষভাবে জড়িত – পরিচালক ও স্বামী রাজ চক্রবর্তী এবং সহ-অভিনেতা দেব। অভিনয়ের পর্দায় দেবের সঙ্গে শুভশ্রীর যুগলবন্দি ‘হিট’, আর বাস্তবে রাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু রাজনীতিক হিসেবে কার পারফরম্যান্স কেমন, সেই প্রশ্নে নিজস্ব মানদণ্ড প্রকাশ করলেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এর প্রচারের সময় তাঁকে ব্যারাকপুরের বিধায়ক ও ঘাটালের সাংসদকে দশে কত নম্বর দেবেন, তা জানতে চাওয়া হয়। অভিনেত্রী বলেন, “রাজ আমার স্বামী, তাই তাকে ২৪ ঘণ্টা কাছ থেকে দেখার সুযোগ পাই। রাত ৩টাতেও ফোন করলেই ওঠে, তাই ওকে ১০-এর বেশি নম্বর দেওয়া যায়।”
অন্য দিকে দেবের রাজনীতিক কর্মকাণ্ড তাঁর কাছে সব সময় স্পষ্ট নয়। “দেব নির্বাচনের সময় প্রচারে যেভাবে অংশ নেন, তা আকর্ষণীয়, কিন্তু নম্বর দেওয়া কঠিন,” মন্তব্য করেন শুভশ্রী।
বিজ্ঞাপন
যদিও বিধানসভা নির্বাচনের সময় তিনি রাজের সঙ্গে প্রচারে দেখা গিয়েছিলেন, তবুও নিজে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। অভিনয় ও পরিবারের পাশাপাশি ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনির জন্য সময় ব্যয় করেন তিনি।








