চলে গেলেন ‘ম্যায় হুঁ না’ খ্যাত অভিনেতা সতীশ শাহ

বলিউড হারালো আরেক প্রিয় মুখ। জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সতীশ। কিছুদিন আগেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর সেরে উঠলেন না এই প্রখ্যাত অভিনেতা।
চার দশকেরও বেশি সময়জুড়ে বড় পর্দা ও ছোট পর্দায় আলো ছড়িয়েছেন সতীশ শাহ। ‘যানে ভি দো ইয়ারো’-র দুর্দান্ত কমেডি চরিত্র দিয়েই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর একে একে ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’-সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।
বিজ্ঞাপন
শুধু সিনেমা নয়, টেলিভিশনেও ছিল তার জাদু। ‘সারাভাই বনাম সারাভাই’-এর ইন্দ্র বর্ধন সারাভাই চরিত্রে তার বুদ্ধিদীপ্ত সংলাপ আর নিখুঁত কমেডি-টাইমিং দর্শকের মনে আজও অমলিন। এছাড়া ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’-তেও তার অভিনয় ছিল স্মরণীয়।
সতীশ শাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছেন।








