সেরা গীতিকার অ্যাওয়ার্ড পেলেন রোস্তম মল্লিক

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ) এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশের গুনী শিল্প সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের কর্মের স্বীকৃতি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের সেরা গীতিকার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিশিষ্ট গীতিকবি রোস্তম মল্লিক। উল্লেখ্য যে গীতিকবি রোস্তম মল্লিক এখন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪ হাজার গান লিখেছেন। এই গুণী গীতিকার জন্মগ্রহণ করেন মাগুরায়। শৈশব কৈশোর কেটেছে সেখানেই।








