শাকিবের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ভালোবাসা, বিয়ে ও বিচ্ছেদ, সবই একসময় ছিল টলিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়। সময়ের সঙ্গে দুজনের পথ আলাদা হলেও তাদের সম্পর্কের গল্প আজও ভক্তদের মনে রয়ে গেছে।
বিজ্ঞাপন
সম্প্রতি এক ডিজিটাল প্ল্যাটফর্মের পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিজীবনের নানা অজানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে তিনি জানান, শাকিব খানের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত ছিল পারস্পরিক।
অপু বলেন, ‘আমরা দু’জনই তখন ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ সময় পার করছিলাম। তাই ভাবলাম, আপাতত এই খবরটা নিজেদের মধ্যেই রাখি। পরে সুযোগ বুঝে জানাব।’
বিজ্ঞাপন
অপু আরও জানান, তখনকার পরিস্থিতিতে বিয়ের খবর প্রকাশ পেলে দুজনেরই পেশাগত জীবনে প্রভাব পড়তে পারত। তাই তাদের যৌথ সিদ্ধান্তেই বিষয়টি গোপন রাখা হয়েছিল।
এর আগেও তিনি সাক্ষাৎকারে বলেছেন, বিয়ে গোপন রাখাটা শুধু শাকিব খানের নয়, তাদের দুজনেরই পরিকল্পনা ছিল।
এই দম্পতির জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ আসে পুত্রসন্তান আব্রাম খান জয়কে ঘিরে। পডকাস্টে মাতৃত্বের অভিজ্ঞতা ও জীবনের নানা সংগ্রামের কথাও তুলে ধরেন অপু বিশ্বাস।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ছেলেকে সঙ্গে নিয়ে শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের খবর প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি জানান, ২০০৮ সালে তাদের বিয়ে হয়েছিল এবং ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় ছেলে জয়।








