জুবিনকে হারিয়ে শোকস্তব্ধ বাবা-মাতা ও স্ত্রী

সংগীতপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে জুবিন গার্গের অকাল মৃত্যু। তবে তার পরিবার, বিশেষ করে বৃদ্ধ বাবা এবং স্ত্রী গরিমা, এই শূন্যতা আরও গভীরভাবে অনুভব করছেন।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময় জোজো মুখার্জি প্রয়াত শিল্পীর পরিবারের সঙ্গে দেখা করে এই মর্মান্তিক পরিস্থিতি তুলে ধরেছেন।
জোজো জানিয়েছেন, বন্ধুর মৃত্যুতে প্রথমে তিনি পরিবারের কাছে যেতে পারেননি। কিন্তু উত্তরবঙ্গে শাশুড়িকে শ্রদ্ধা জানানোর পর আসামে পৌঁছে জুবিনের অসুস্থ বাবা এবং স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: পুথির সাজে ধরা দিলেন মিম
বিজ্ঞাপন
জোজো বলেন, ‘জুবিনের বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের আকস্মিক মৃত্যুর শোকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কথাও বলতে পারছেন না, যেন স্থবির হয়ে গেছেন।’
এদিকে, গরিমা গার্গও স্বামীর শোকে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জোজো জানান, তার সঙ্গে কথা বলার সুযোগ খুব সীমিত ছিল।
বিজ্ঞাপন
প্রিয় বন্ধুর অকালমৃত্যুকে কেন্দ্র করে জোজো উল্লেখ করেন, ‘গরিমা যদি সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকতেন, হয়তো এমন পরিস্থিতি হতো না।’








