Logo

বিয়েরও একটা নির্ধারিত মেয়াদ থাকা উচিত: কাজল

profile picture
বিনোদন ডেস্ক
১২ নভেম্বর, ২০২৫, ১৭:৪৩
6Shares
বিয়েরও একটা নির্ধারিত মেয়াদ থাকা উচিত: কাজল
ছবি: সংগৃহীত

বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইঙ্কল খন্নার আলোচিত শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর ফিনালে এপিসোডে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ভিকি কৌশল ও কৃতী স্যানন। শোটির প্রচার শুরু হওয়ার আগেই একটি বিতর্কিত মন্তব্য ঘিরে ইপিসোডটি আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বিশেষ সেগমেন্টে কাজল মত দেন— “বিয়েরও একটা নির্ধারিত মেয়াদ থাকা উচিত এবং নতুন করে শুরু করার সুযোগ থাকা দরকার।

সেগমেন্টের শুরুতেই সঞ্চালিকা টুইঙ্কল প্রশ্ন করেন, বিয়ের কি কোনো মেয়াদ থাকা উচিত এবং নতুন করে শুরু করার সুযোগ থাকা উচিত? এই প্রশ্নটি অতিথিদের মধ্যে মতভেদ তৈরি করে। কৃতী, ভিকি এবং টুইঙ্কল একসঙ্গে এর বিপক্ষে অবস্থান নেন, তবে কাজল এই ধারণার সমর্থনে এগিয়ে যান এবং তার সায় দেওয়ার জন্য সবুজ বাক্সের দিকে চলে যান।

বিজ্ঞাপন

টুইঙ্কল মজার ছলে বলেন, “এটা বিয়ে, কোনো ওয়াশিং মেশিন না তো!”—যা শুনে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে। তবে কাজল তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি একদম বিশ্বাস করি যে, বিয়ের একটা মেয়াদ থাকা উচিত। কখনো কি জানি আপনি সঠিক সময়ে সঠিক মানুষটির সঙ্গে বিয়ে করছেন? নতুন করে শুরু করার সুযোগ থাকলে কোনো সমস্যা নেই, আর মেয়াদ শেষ হলে কেউ দীর্ঘদিন কোনো অস্বস্তিতে থাকবে না।

এরপর আলোচনার এক পর্যায়ে আরেকটি বিতর্কিত প্রশ্ন তোলা হয়, টাকা কি সুখ কিনতে পারে? এবার টুইঙ্কল এবং ভিকি একমত হন, কিন্তু কাজল মতপার্থক্য রেখে আলাদা দাঁড়িয়ে থাকেন। কাজল বলেন, যতই টাকা থাকুক না কেন, সেটা আসলে সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা মানুষকে আসল সুখের ধারণা থেকে দূরে নিয়ে যায়। কৃতী কিছুটা ভেবে বলেছিলেন, কিছুটা টাকা সুখের জন্য সহায়ক হতে পারে।

এই ইপিসোডে আরও একটি মজাদার আলোচনা হয় বন্ধু এবং রোমান্টিক সম্পর্ক নিয়ে। যখন প্রশ্ন করা হয়, সেরা বন্ধুদের একে অপরের এক্সের সঙ্গে ডেট করা উচিত নয়, টুইঙ্কল একমত হন এবং বলেন, আমার বন্ধুদের আমার কাছে কোনও পুরুষের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পুরুষ তো কোথাও না কোথাও পাবো।

বিজ্ঞাপন

এরপর টুইঙ্কল কাজলের দিকে তাকিয়ে বলেন, আমরা একটা এক্স শেয়ার করি, কিন্তু বলতে পারি না, যা শুনে কাজল হাসতে হাসতে বলেন, চুপ কর, আমি তোমাকে অনুরোধ করি। পুরো শোয়ে তখন হাসির রোল পড়ে যায়।

এটি প্রথমবার নয়, এর আগে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ শো-তে একটি বিতর্কিত মন্তব্য উত্থাপিত হয়েছিল। সেই ইপিসোডে জানভী কাপূর এবং করণ জোহর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, ইমোশনাল অ্যাফিডেলিটি কি শারীরিক অ্যাফিডেলিটির চেয়ে বেশি ক্ষতিকর? কাজল, করণ এবং টুইঙ্কল একমত হন, তবে জানভী একাই এর বিরোধিতা করেছিলেন। করণ বলেন, শারীরিক অ্যাফিডেলিটি কখনও একটা বড় ব্যাপার নয়, তখন জানভী জবাব দেন, না, ব্যাপারটা ঠিক তখনই ভেঙে গেছে।

বিজ্ঞাপন

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এর ফিনালে ইপিসোডটি এই বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD