Logo

‘মেরুন কুইন’ লুকে মিম, তাক লেগে গেল ভক্তদের!

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৭:১৩
5Shares
‘মেরুন কুইন’ লুকে মিম, তাক লেগে গেল ভক্তদের!
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের জগতে তিনি যেমন উজ্জ্বল, তেমনি মডেলিং দুনিয়াতেও তার উপস্থিতি সবসময়ই দৃষ্টি কাড়ে। নানান রূপে, নানান আবহে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন এই তারকা। কখনো সিনেমার চরিত্রে, কখনো ফটোশুটে, আবার কখনো সাধারণ মুহূর্তেও তিনি হয়ে ওঠেন অনন্যা।

বিজ্ঞাপন

সম্প্রতি জন্মদিনের রেশ কাটতে না কাটতেই নতুন সাজে হাজির হয়েছেন মিম। বৃহস্পতিবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়, ভক্তদের মধ্যে তৈরি করেছে আলোড়ন।

ছবিগুলোতে দেখা যায়, ক্লাসিক সৌন্দর্য ও আধুনিক আভিজাত্যের এক নিখুঁত মিশ্রণ। মিমের পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক—যা তাকে দিয়েছে এক রাজকীয় আবহ।

বিজ্ঞাপন

কোমরে বাঁধা সরু কালো বেল্ট যেন পুরো সাজে এনেছে শৈল্পিক ভারসাম্য। খোলা চুলে ভিনটেজ ঢেউ, মুখে মৃদু হাসি—সব মিলিয়ে তিনি যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা রাজকুমারী।

ছবির একটিতে তাকে দেখা যায় চোখে রোদচশমা পরে সূর্যালোকে স্থিরভাবে তাকিয়ে থাকতে। আবার আরেকটি ছবিতে সানগ্লাসটি মাথার ওপরে তুলে, কাঁধে হালকা ভঙ্গিমায় হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। প্রতিটি ফ্রেমেই যেন ফুটে উঠেছে আত্মবিশ্বাস, অনন্য সৌন্দর্য ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন সচেতনতার দারুণ প্রকাশ।

মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ্যে আসতেই মন্তব্য বাক্স ভরে উঠেছে ভক্তদের প্রশংসায়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাকে রানির মতো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন।’ অনেকেই আগুন এবং ভালোবাসার ইমোজি দিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ‘ভ্রমণকন্যা’! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই সেখান থেকে নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন তিনি।

কিছুদিন আগেই জন্মদিন পালন হলো তার, পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সেই সুন্দর মুহূর্ত। এর দিন দুয়েক বাদে ফের এমন রাজকীয় আবহে নিজেকে মেলে ধরলেন এই ঢালিউড তারকা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD