Logo

বাংলাদেশের মিথিলা সবচেয়ে বেশি ভোটে এগিয়ে

profile picture
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৫, ২১:৪৯
260Shares
বাংলাদেশের মিথিলা সবচেয়ে বেশি ভোটে এগিয়ে
ছবি: সংগৃহীত

৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মঞ্চে এক নতুন ইতিহাস গড়ার পথে অনেক এগিয়ে গেলেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এই মডেল বর্তমানে ‘পিপলস চয়েস’ ভোটের হিসাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের অফিসিয়াল পেজে এই অর্জনের খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।’

বিজ্ঞাপন

এদিকে মিথিলার সদ্য প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অপর একটি পোস্টে ভোটদানের আবেদন জানিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ এখন পিপলস চয়েসের টপ ১-এ আছে। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত শক্তভাবে ভোট দিতে থাকুন!’

তবে ভোটের লড়াই এখনো পর্যন্ত শেষ হয়নি। এই ‘পিপলস চয়েস’ ভোট আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মিথিলা যদি ভোটের হিসাবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনি সরাসরি ‘মিস ইউনিভার্স’ অর্থাৎ বিশ্বসুন্দরীর শিরোপা জিতবেন।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে। তাই চূড়ান্ত ফলাফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্ত-অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে ভোট দিচ্ছেন ও অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বাংলাদেশের মিথিলা সবচেয়ে বেশি ভোটে এগিয়ে