মিস ইউনিভার্সের মঞ্চে মিথিলা

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিনি ইতোমধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিজ্ঞাপন
বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যে তার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পিপলস চয়েস ভোটিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান ধরে রেখে তিনি দেশজুড়ে উন্মাদনা ছড়িয়েছেন।
এই উত্তেজনাপূর্ণ ভোটযুদ্ধের মধ্যেই থাইল্যান্ড থেকে দেশবাসীর জন্য ভিডিওবার্তা পাঠিয়েছেন মিথিলা। তিনি অনুরোধ করেছেন, কেউ যেন ভোট দেওয়া বন্ধ না করেন। তার কথায়—বাংলাদেশ এখনো লড়াইয়ে রয়েছে, আর তিনি মঞ্চে নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন। এখন দেশের মানুষের একটি ‘মিরাকল’—অর্থাৎ অবিরাম ভোট—অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরেক পোস্টে তিনি পুনরায় ভোটের আহ্বান জানান।
মিথিলা বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই যেন বাংলাদেশকে ভোট দিয়ে যান—এটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এর আগে এক পোস্টে তিনি জানান, বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে নেমে যাচ্ছে, কারণ পেজেন্টের শক্তিশালী দেশগুলো নানা কৌশলে ভোট বাড়াচ্ছে। যদিও বাংলাদেশ তাদের মতো ‘পাওয়ারহাউজ’ নয়, তবু আমাদের শক্তি হলো অগণিত মানুষ ও দেশপ্রেম। তাই ১৯ নভেম্বর ভোটিংয়ের শেষ দিন পর্যন্ত অব্যাহত সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা মিথিলার পক্ষে মাঠে নেমেছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে তার জন্য ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।








