Logo

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা দিলেন শাওন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১৫:৫২
16Shares
৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা দিলেন শাওন
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী ঘটনার মামলার রায় ঘোষণা উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় ট্রাকে করে বুলডোজার দুটি সেখানে পৌঁছানো হয়।

ট্রাকের ওপর হাত ধরে মাইক হাতে কয়েকজন তরুণ স্লোগান দেন। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই বুলডোজার আনা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছেন এবং লিখেছেন, “মনের ভয়ই আসল ভয়… এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা যে বাংলাদেশের বাতাসে মিশে আছে, তা কীভাবে অস্বীকার করবে রাজাকার বাহিনী!” তার পোস্টে #তুই_রাজাকার ও #ধানমন্ডি_৩২ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর গত ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় বাড়িটি আংশিকভাবে ধ্বংস করা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD