Logo

দুষ্কৃতীদের হামলার পর ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রধারী হলেন দিশার বাবা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৫, ১৬:৫৮
4Shares
দুষ্কৃতীদের হামলার পর ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রধারী হলেন দিশার বাবা
ছবি: সংগৃহীত

বাড়ির সামনে গুলিবর্ষণের দুই মাস পর অবশেষে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেলেন বলিউড তারকা দিশা পাটানির বাবা জগদীশ পাটানি। ঘটনার পর থেকেই তিনি মারাত্মক নিরাপত্তা শঙ্কায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

গত ১২ সেপ্টেম্বর পাটানি পরিবারকে লক্ষ্য করে বাড়ির সামনে একাধিক রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতী। মুহূর্তের ব্যবধানে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন জগদীশ পাটানি। পরে তিনি জানান, তার পোষা কুকুর আগেভাগে সতর্ক না করলে গুলি সরাসরি তার শরীরেই লাগত।

হামলার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে জড়িত দুই হামলাকারীকেও পরে ‘এনকাউন্টার’-এ নিষ্ক্রিয় করা হয় বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ঘটনার পরপরই জগদীশ পাটানি আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন করেন। প্রশাসনের সব প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে লাইসেন্স হাতে পেয়েছেন তিনি।

এপিও ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন পাটানি। তিনি বলেছিলেন, “আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।” তা সত্ত্বেও ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে অস্ত্রের লাইসেন্স নেওয়াকেই অধিকতর নিরাপদ মনে করছেন বলে ধারণা করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD