Logo

এমন এনার্জি নেই, ২-৩ দিন ঘুমই আসে না: নুসরাত ফারিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১৫:৪৯
16Shares
এমন এনার্জি নেই, ২-৩ দিন  ঘুমই আসে না: নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফিরেই আবার কাজের মাঠে ব্যস্ততা বেড়েছে তার। একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভ্রমণ, কর্মপরিকল্পনা ও ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রয়্যাল ব্লু শাড়িতে এদিন নজরকাড়া লুকে হাজির হন ফারিয়া। তার উপস্থিতির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের প্রশংসায় ভেসে যাচ্ছেন এই রূপসী।

সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারিয়া। চলচ্চিত্রে অভিনয়, বিদেশ সফর কিংবা ফটোসেশন; নানা বিষয়েই কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নিজের দীর্ঘদিনের লম্বা সফর নিয়েও নানা প্রশ্নের জবাব দেন ফারিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, ভ্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

নুসরাত ফারিয়া বলেন, ‘আমার এখনও অনেকগুলো দেশই ঘোরা হয়নি। এর তালিকা বেশ লম্বা, শেষ করা যাবে না। সাউথ কোরিয়া যাওয়া হয়নি, আমেরিকা তো এখনও ঘুরতেই পারিনি। আশা করি যদি এবার যাওয়া হয়।’

বিজ্ঞাপন

দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে নিজের কর্মক্ষমতা নিয়ে মন্তব্য করেন নায়িকা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুম আসে না।’

এদিনের আয়োজন শেষে একই লুকে একটি ফটোসেশনেও অংশ নেন নুসরাত ফারিয়া। নীল শাড়ির মেকওভার লুক প্রকাশের পরই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মুহূর্তেই তার পোস্ট ভরে যায় লাইক-কমেন্টে। অনেকেই প্রশংসা করেছেন তার ফিটনেস, স্টাইল ও গ্ল্যামারাস উপস্থিতি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD