Logo

কোক স্টুডিও বাংলায় আসছে রুনা লায়লার কালজয়ী গান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৫, ১১:৫০
12Shares
কোক স্টুডিও বাংলায় আসছে রুনা লায়লার কালজয়ী গান
সংগীতশিল্পী রুনা লায়লা । ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার ৬০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু, ইংরেজিসহ ১৮টি ভাষায় গান উপহার দিয়েছেন। সেই দীর্ঘ যাত্রার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘দমা দম মাস্ত কালান্দার’ বিশেষভাবে স্মরণীয়।

বিজ্ঞাপন

এবার গানটি নতুন সংগীতায়োজন নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলায়। রোববার সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বহুল প্রতীক্ষিত এই গান।

তৃতীয় সিজনের ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা ছিল—এই মৌসুমে কি তবে রুনা লায়লার গান পাওয়া যাবে? যদিও কোক স্টুডিও কর্তৃপক্ষ এ বিষয়ে দীর্ঘদিনই নীরব ছিল। গত বছর শিল্পী নিজেই তার অংশগ্রহণ নিশ্চিত করলেও গান সম্পর্কে কোনো তথ্য দেননি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটে ১৪ নভেম্বর, যখন কোক স্টুডিও বাংলা গানটির টিজার প্রকাশ করে জানায়, বুধবার সন্ধ্যায় মুক্তি পাবে পুরো ট্র্যাকটি।

জানা যায়, বেশ আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। তবে প্রায় এক বছর কোক স্টুডিও বাংলার কার্যক্রম বন্ধ থাকায় প্রকাশে দেরি হয়। দুই বছর আগে কলকাতার এক ঘরোয়া অনুষ্ঠানে রুনা লায়লা প্রথমবার কোক স্টুডিও টিমের সঙ্গে গানটি পরিবেশন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব, সংগীতশিল্পী শুভেন্দু দাস শুভসহ আরও অনেকে।

বিশেষ তাৎপর্য হলো—আগামীকাল রুনা লায়লার জন্মদিন। ধারণা করা হচ্ছে, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই জন্মদিনের আগের দিন প্রকাশ করা হচ্ছে বিশেষ এই কাজটি। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান। এর আগে ২৪ অক্টোবর প্রকাশিত হয়েছিল এ সিজনের ‘ক্যাফে’ শিরোনামের গান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD