ঢাকায় রিকশা চালালেন আহাদ রাজা মীর

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর ঢাকায় পা রাখতেই যেন পুরো শহর জেগে উঠল নতুন উচ্ছ্বাসে। পাকিস্তানের নাটকপাড়ায় সাড়া তোলা এই তারকা শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আগমনের মুহূর্ত থেকেই তাকে ঘিরে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকেই বেশ হাসিখুশি দেখা গেছে এই তারকাকে।
আরও পড়ুন: হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়ামনি
তবে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষান্ত হননি আহাদ। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে তার অগণিত ভক্ত-অনুরাগীর।
বিজ্ঞাপন
হোটেলে পৌঁছানোর পরও ভক্তদের ভিড় কমেনি। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন শুধু উঁকিঝুঁকি দিয়ে এক ঝলক দেখার আশায়। সেই ভক্তদের উদ্দেশে হোটেলের লবিতে দাঁড়িয়েই তিনি হাসিমুখে বলেন, “ঢাকা, আমি এসেছি… অনেক কিছু এক্সপ্লোর করবো!”
সেদিন বিকেলেই তিনি বের হয়ে পড়েন ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখতে। সঙ্গে ছিলো তার টিমের কিছু সদস্য। গুলশান-বনানীর মধ্যবর্তী একটি পার্কে হঠাৎই তিনি উঠে পড়েন রিকশার চালকের আসনে। মাথায় সানগ্লাস, মুখে একরাশ হাসি—তার হাতে রিকশার হান্ডেল দেখে পথচারীরাও থমকে দাঁড়ান।
আরও পড়ুন: বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু আর নেই
বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া সেই ভিডিওতে দেখা যায়, রিকশা টেনে টেনে সামনে এগোচ্ছেন, আবার যাত্রীদের মতো বসা টিমমেটদের সঙ্গে মজা করছেন।
একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’








