Logo

বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৫, ১৬:০১
বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু আর নেই
ছবি: সংগৃহীত

ওপার বাংলার নাটকের মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা—দুই মাধ্যমেই অসামান্য অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু আর নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) রাতের দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কিছুদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রী। প্রথমে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে, কিন্তু অতিরিক্ত রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যা থাকার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল।

বিজ্ঞাপন

কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন হঠাৎ করেই তিনি ঘরে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার বিখ্যাত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বর্ষীয়ান অভিনেত্রীর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। এর মাঝে আবার তার কিডনির সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে তিনি মারা গেছেন।

বিজ্ঞাপন

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। মঞ্চ ও ক্যামেরার সামনে তিনি ছিলেন এক অসামান্য অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD