হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দ, জানালেন সুস্থ আছেন

অল্প অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরেই ছাড়পত্র পেয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। অতিরিক্ত কাজের চাপ ও মানসিক ক্লান্তির কারণে গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই রাতে মারাত্মক মাথাব্যথা ও দুর্বলতা অনুভবের পর অজ্ঞান হয়ে পড়েন অভিনেতা। পরে দ্রুতই তাকে মুম্বাইয়ের জুহুর সাবার্বান হাসপাতালে ভর্তি করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে দ্রুত সুস্থ হয়ে ওঠেন গোবিন্দ। বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, “আমি এখন ভালো আছি। গত কয়েকদিনে অতিরিক্ত কাজের চাপে শরীর খারাপ হয়ে যায়। এখন বিশ্রাম নিচ্ছি।”
বিজ্ঞাপন
অভিনেতা আরও বলেন, “এই ঘটনার পর বুঝেছি—অতিরিক্ত ব্যায়ামের চেয়ে যোগব্যায়াম ও প্রাণায়াম শরীরের জন্য বেশি উপকারী।”
গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা নতুন ডায়েট মেনে চলা ও পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন।








