Logo

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়ামনি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৫:৪৩
27Shares
হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়ামনি
ছবি: সংগৃহীত

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর তৃতীয় স্ত্রী রিয়া মনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই খবর শুনেছেন এবং আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, আমি ওপর হওয়া অপরাধের সুষ্ঠু বিচার চাই।

এর আগে ১৩ নভেম্বর রিয়া মনি অভিযোগ করেন, হিরো আলম জনসম্মুখে দুধ দিয়ে গোসল করার পর তালাক দেন। তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিভোর্স না দিয়ে তিনি বিভিন্ন হুমকি ও বুলিং করেছেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়নে থাকা এই দম্পতির মধ্যে বিভিন্ন সময়ে পারিবারিক ও পারস্পরিক অভিযোগ উঠেছে। হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও অন্যান্য পারিবারিক অভিযোগ তুলেছিলেন, যদিও কিছু সময় পর তাঁরা আবার আবেগঘন মুহূর্তে দেখা গেছে।

বর্তমানে আইনের মাধ্যমে সম্পর্কের বিবাদ মিটানোর প্রক্রিয়া চলছে এবং মামলার সুষ্ঠু বিচারের অপেক্ষায় সবাই।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD