প্রেম–বিয়ে নিয়ে স্পষ্ট মত পারসা ইভানার

টেলিভিশনের তরুণ প্রজন্মের পরিচিত মুখ পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর থেকেই তিনি দর্শকের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রে কয়েক মাস কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে আবারও কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। খুব শিগগিরই মোশারফ করিমের সঙ্গে একটি নতুন ওয়েবফিল্মে দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল তার জন্মদিন। দিনটি পরিবারকে সময় দিয়ে কাটিয়েছেন ইভানা। মজার ব্যাপার হলো—ওই দিনই তার যমজ ভাইয়েরও জন্মদিন। বাবা-মা বিদেশে থাকলেও ভাই ও খালার সঙ্গে বাংলাদেশেই থাকেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের মিথিলা সবচেয়ে বেশি ভোটে এগিয়ে
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে ইভানা জানান, ছয় বছরের একটি সম্পর্ক অতীত হয়ে গেছে বহু আগেই। প্রেম-বিয়ে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এখন প্রেমের ভাবনায় নেই। ভালো মানুষ পেলে সরাসরি বিয়েই করব। আর যদি এমন কাউকে না পাই, তাহলে বিয়ের দরকার নেই। জীবনসঙ্গী সত্—ভালো হওয়াটাই আসল।”
বিজ্ঞাপন
ছোটপর্দার অনেক সহকর্মী ইতোমধ্যে সিনেমায় কাজ শুরু করলেও, ইভানা এখনো বড়পর্দায় দেখা দেননি। কারণ হিসেবে তিনি জানান, বেশ কিছু প্রস্তাব এলেও কোনো গল্পই তাকে তেমনভাবে আকর্ষণ করেনি। তার ভাষায়, “গল্প আর চরিত্র যদি মনে ধরে, তাহলে অবশ্যই সিনেমা করব। ‘মনপুরা’ কিংবা ‘আয়নাবাজি’র মতো মানসম্মত কাজে আগ্রহ বেশি। আমার কাছে অভিনয়টাই মুখ্য, প্ল্যাটফর্ম নয়।”
শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত পারসা ইভানা ২০১৫ সালে অভিনয়ে হাতেখড়ি নেন। ২০১৮ সাল থেকে নিয়মিত কাজ শুরু করেন। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইভা চরিত্রে অভিনয় তাকে বিশেষভাবে আলোচনায় নিয়ে আসে।








