Logo

স্বামীকে সঙ্গে নিয়ে শেখ জায়েদ মসজিদে সোনাক্ষী সিনহা

profile picture
বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৫, ১২:১০
11Shares
স্বামীকে সঙ্গে নিয়ে শেখ জায়েদ মসজিদে সোনাক্ষী সিনহা
ছবি: সংগৃহীত

বলিউড তারকা সোনাক্ষী সিনহা সম্প্রতি স্বামী জাহির ইকবালকে সঙ্গে নিয়ে ঘুরে দেখলেন সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ।

বিজ্ঞাপন

আবুধাবি সফরের বিশেষ এই মুহূর্তটি তিনি নিজের ভ্লগে শেয়ার করে জানান, মসজিদের ভেতরে এটাই তার প্রথম প্রবেশ— আর তাই অভিজ্ঞতাটিও ছিল দারুণ স্মরণীয়।

সোনাক্ষীর ভাষায়, মন্দির কিংবা গির্জায় বহুবার গেলেও কখনো মসজিদের অভ্যন্তরে যাওয়ার সুযোগ হয়নি। তাই নীরব, শান্ত পরিবেশ আর অপরূপ স্থাপত্য তাকে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

ভ্লগে দেখা যায়, সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে জাহির মজা করে বলেন, “আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাইনি।” মন্তব্যটি শুনে দুজনই হাসিতে ভেঙে পড়েন।

প্রায় দেড় বছর হলো সোনাক্ষী–জাহির দম্পতির সংসার জীবন। যদিও ভিন্ন ধর্মের হওয়ায় শুরুতে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। শোনা যায়, প্রথমদিকে পরিবারও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল। তবে সময়ের সঙ্গে সব বিতর্কই মিলিয়ে গেছে— এখন তারা দু’জনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ও সুখী।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD