Logo

কনসার্টে অবরুদ্ধ থেকে পালানোর খবর নিয়ে যা বললেন ঐশী

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১৪:১৯
11Shares
কনসার্টে অবরুদ্ধ থেকে পালানোর খবর নিয়ে যা বললেন ঐশী
ছবি: সংগৃহীত

গাজীপুরের শিমুলতলীতে শনিবার (২২ নভেম্বর) ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলায় জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী একটি কনসার্টে পারফর্ম করেন। হাজারো দর্শকের মধ্যে অনুষ্ঠান জমে ওঠে।

বিজ্ঞাপন

কিছু সংবাদে বলা হয়, কনসার্ট চলাকালীন বা শেষে ঐশী ও তার টিম সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং প্রাণে বাঁচতে দেয়াল টপকে বেরিয়ে গিয়েছিলেন। এমনকি তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুরের শিকার হয়েছে।

তবে ঐশী নিজে এবং তার মা নাসিমা মান্নান এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব দাবি করেছেন। তারা জানিয়েছেন, কনসার্ট সুন্দর ও স্বাভাবিকভাবে শেষ হয় এবং দল নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। মারামারি ও ভাঙচুর ঘটার সময় তারা ইতোমধ্যেই বেরিয়ে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

ঐশী তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন, কনসার্ট শেষে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে তার বা তার টিমের কোনো সম্পৃক্ততা নেই।

মেলার আয়োজকরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে সিগারেটের দাম নিয়ে তর্কের কারণে মেলায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পরই ভাঙচুর শুরু হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD