Logo

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৫, ১৪:৩৭
6Shares
বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই
ছবি: সংগৃহীত

মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি নিজ বাড়িতে পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শেষের দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। তবে শেষ রক্ষা হলো না।

ধর্মেন্দ্রর জুহু বাসভবনের সামনে সকালেই পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। খবরের সূত্রে জানা যায়, তার বাড়িতে উপস্থিত হন শাহরুখ খান, সালমান খানসহ অনেক তারকা।

বিজ্ঞাপন

একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে তার শেষকৃত্যের প্রস্তুতি চলছিল, যেখানে পরিবারের সদস্য হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল সহ অমিতাভ-বচ্চনরা উপস্থিত ছিলেন। তবে পরিবার এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দেয়নি।

ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। ষাটের দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’, ‘আয়া সাওয়ান ঝুম কে’-এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে তিনি অ্যাকশন ও রোম্যান্টিক হিরো হিসেবে খ্যাতি পান।

বিজ্ঞাপন

তার কালজয়ী সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’। সুঠাম দেহ ও অ্যাকশন দৃশ্যের কারণে ভক্তরা তাকে ‘হি-ম্যান’ উপাধিতে ভূষিত করেছিলেন।

ধর্মেন্দ্রের প্রয়াণে গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এটি একটি বড় ক্ষতি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই