Logo

অপু বিশ্বাস–আদর আজাদকে নিয়ে নতুন গুঞ্জন

profile picture
বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:০৯
5Shares
অপু বিশ্বাস–আদর আজাদকে নিয়ে নতুন গুঞ্জন
ছবি: সংগৃহীত

সাময়িক বিরতির পর আবারও নতুন রূপে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শারীরিক গঠনে পরিবর্তন এনে ওজন কমানোর পর নতুন লুকে হাজির হয়ে ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার।

সম্প্রতি অপু ও আদরকে একই ফ্রেমে দেখা যাওয়ার পরই চলচ্চিত্রপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন—দুজন নাকি একাধিক চলচ্চিত্রে জুটি বাঁধছেন। বিভিন্ন সূত্র দাবি করছে, অন্তত দুটি সিনেমায় এই জুটির অভিনয় প্রায় নিশ্চিত। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ দুজনেই; প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করতে চান না তারা।

জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন ছড়ায় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায় অপু, আদর ও নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরীর দাবি—ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু চলচ্চিত্রপাড়ায় ধারণা, একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

বিজ্ঞাপন

জানা গেছে, একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক বন্ধন বিশ্বাস, আরেকটি পরিচালনা করবেন ইন্ডাস্ট্রির নামকরা একজন পরিচালক। আগামী মাসেই একটি সিনেমার শুটিং শুরু হতে পারে; অন্য প্রকল্পটি নতুন বছরের শুরুতে ফ্লোরে উঠবে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। কার সঙ্গে ফিরছি—এ বিষয়ে আপাতত বলতে পারছি না। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে।’

বিজ্ঞাপন

একই প্রতিক্রিয়া আদর আজাদেরও। তিনি বলেন, ‘কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক। কিছুদিন অপেক্ষা করতে হবে।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’, আর আদর আজাদের শেষ ছবি ‘টগর’। এর আগে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে আলোচনায় ছিলেন আদর; এই জুটি ইতোমধ্যে প্রায় আধা ডজন ছবিতে অভিনয় করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD