Logo

ছিনতাইয়ের শিকার চিত্রনায়িকা রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন

profile picture
বিনোদন প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৩:০০
5Shares
ছিনতাইয়ের শিকার চিত্রনায়িকা রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা রাজ রিপা রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার পথে বাংলামোটর এলাকায় চলন্ত গাড়ি থেকে ছিনতাই হয় তার ব্যবহৃত ফোনটি।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে রাজ রিপা জানান, ছিনতাই হওয়া ফোনটি ছিল আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের। শুধু দামি ফোনই নয়, সেটটির সঙ্গে তার আবেগও জড়িয়ে ছিল। তিনি বলেন, এই ফোন শুধু একটি মোবাইল নয়।

‘মুক্তি’ সিনেমার একটি সাহসী অ্যাকশন দৃশ্যে আমার পারফরম্যান্স দেখে পরিচালক ইফতেখার চৌধুরী খুশি হয়ে আমাকে এটি উপহার দিয়েছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার দিনের অভিজ্ঞতা জানিয়ে রিপা বলেন, বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। গাড়ির এসি কাজ না করায় জানালা একটু খোলা ছিল। ফোনে কথা বলছিলাম, ঠিক তখনই এক ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি ছিনিয়ে দৌঁড় দেয়। চিৎকার করলেও কেউ ধরতে পারেনি। ফোনটি হারানোর পর দুইদিন হাউমাউ করে কেঁদেছি।

ঘটনার পর রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বিজ্ঞাপন

২০২০ সালে ‘দহন’ ছবির ছোট চরিত্র দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রাজ রিপা। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD