নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গে যা বললেন অভিনেতা পলাশ

দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বিপিএলে প্রথমবারের মতো দল পেয়েছে নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় দলটির নাম রাখা হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
বিজ্ঞাপন
দল ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনা শুরু হয়—‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশই নাকি হতে যাচ্ছেন নতুন ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে—এমনটি নিশ্চিত করেছেন পলাশ নিজেই। সোমবার (১ ডিসেম্বর) আরটিভিকে তিনি বলেন, “নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে আমাদের আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানাতে পারব।”
বিজ্ঞাপন
এদিকে সদ্য শেষ হওয়া নিলামে দল সাজিয়ে নিয়েছে নোয়াখালী। তরুণদের ঘিরে একটি প্রতিশ্রুতিশীল স্কোয়াড তৈরি করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন।
নিলামে নোয়াখালীর স্কোয়াড
দেশি খেলোয়াড়:
বিজ্ঞাপন
আঙ্কন (৩৫ লাখ), জাকের আলী অনিক (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাসিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদী হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), রহমতুল্লাহ আলী (১১ লাখ)।
বিদেশি খেলোয়াড়:
ইহসানুল্লাহ খান (আফগানিস্তান) – ২৬ হাজার ডলার,
বিজ্ঞাপন
হায়দার আলী (পাকিস্তান) – ২০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি): সৌম্য সরকার, হাসান মাহমুদ
ডিরেক্ট সাইনিং (বিদেশি): জনসন চার্লস, কুশল মেন্ডিস
বিজ্ঞাপন
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর দু’দিন আগে, ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।








