তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু—এমন খবরেই সরগরম ভারতের বিনোদন অঙ্গন।
বিজ্ঞাপন
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সোমবার (১ ডিসেম্বর) সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করেছেন সামান্থা ও বলিউডের জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু।
তবে বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা দু’জনের বক্তব্য প্রকাশ না হওয়ায় অনেকেই এটিকে ‘গোপন বিয়ে’ বলেই উল্লেখ করছেন।
বিজ্ঞাপন
নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছিলেন সামান্থা। সে সময় থেকেই ভক্তরা চাইছিলেন তিনি যেন জীবনে নতুন করে উঠে দাঁড়ান। ধীরে ধীরে বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। গুঞ্জন ওঠে—তারা নাকি লিভ–ইনেও ছিলেন।
অবশেষে সেই সম্পর্কই এবার পরিণয় পেল বলে জানাচ্ছে গণমাধ্যম। জানা গেছে, কোনো বাড়াবাড়ি আয়োজন নয়—খুব ছিমছাম আয়োজনে, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম বলছে, বিয়েতে সামান্থা পরেছিলেন লাল শাড়ি, রাজ ছিলেন ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় পোশাকে, যে লিঙ্গ ভৈরবী মন্দিরে বিয়ে হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে, বিচ্ছেদের পর থেকেই সদগুরু প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনে সামান্থার যাতায়াত ছিল নিয়মিত।
এর আগে গত বছর ডিসেম্বরে সামান্থার সাবেক স্বামী নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন। এরপরই সামান্থা ও রাজের সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়। তিরুপতির মন্দির থেকে বিমানের ভ্রমণ—রাজের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্ত নিজেই প্রকাশ করেছিলেন সামান্থা।
তবে বিয়ের গুঞ্জন যতই জোরালো হোক, এখন পর্যন্ত সামান্থা বা রাজ—কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি।








