Logo

ওটিটিতে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিবের সিনেমা

profile picture
বিনোদন প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৩
8Shares
ওটিটিতে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিবের সিনেমা
ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতরে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছিল আরেকটি চলচ্চিত্র ‘অন্তরাত্মা’। তবে ‘বরবাদ’ সুপারহিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে ‘অন্তরাত্মা’। কোনো রকম প্রচারণা ছাড়া কয়েক বছর আগের এই সিনেমা অনেকটা হুট করে প্রেক্ষাগৃহে এলে দর্শক তা গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

এবার সেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে আসছে। আগামী বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) থেকে সিনেমাটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

‘অন্তরাত্মা’ নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

বিজ্ঞাপন

গল্পে দেখা যাবে, ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে।

বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব নেই তার। তবে সে খুব একা। তার সঙ্গে দেখা হয় রূপকথার (দর্শনা)। তার প্রেমে পড়ে সে। বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।

চার বছর আগে ২০২১ সালে শুটিং হয়েছিল ‘অন্তরাত্মা’ ছবিটির। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা ছিল।

বিজ্ঞাপন

কিন্তু অজানা কারণে আটকে যায় সিনেমাটির মুক্তি। এ বছর রোজার ঈদে হঠাৎ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকেই।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD