হঠাৎ রাজকীয় লুকে পলাশ-ইভানা!

ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন রূপে ধরা দিয়েছেন। রাজকীয় সাজপোশাকে তারা এভাবে উপস্থাপন করেছেন যে ভক্তরা মুগ্ধ, মনে হচ্ছে যেন সম্রাট-সম্রাজ্ঞী নিজেই উপস্থিত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৩০ নভেম্বর) পারসা ইভানা তার ভেরিফায়েড পেজে ছবিটি শেয়ার করার পর থেকেই মন্তব্য ঘরে ভক্তদের কৌতূহল উপচে পড়েছে। বিশেষ করে যুগল হিসেবে তাদের এই রসায়ন প্রশংসা পেয়েছে অনেকে।
তবে জানা গেছে, এটি কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্মের অংশ নয়। খুব শীঘ্রই পলাশ ও ইভানাকে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিটি ছিল সেই বিজ্ঞাপনের বিশেষ লুক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন এই জুটি। নতুন বিজ্ঞাপনে তাদের এই রাজকীয় লুক এবং যুগলের রসায়ন দর্শকদের কাছে একইভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।








