ফারিণ-ইমরানের নতুন গান ‘মন গলবে না’

ছোট পর্দা, বড় পর্দা ও সঙ্গীত—তিন মাধ্যমেই সফল পথচলার পর এবার প্রযোজনায় নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী তাসনিয়া ফারিণ।
বিজ্ঞাপন
তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ প্রথমবারের মতো গান প্রকাশ করতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুক্তি পেতে যাচ্ছে গান ‘মন গলবে না’।
২০২৪ সালের ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানের মাধ্যমে গায়িকা হিসেবে ফারিণের যাত্রা শুরু হয়। সেই গানটি ব্যাপক সাড়া পায় অনলাইনে। এবার সে ধারাবাহিকতায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
কবির বকুলের লেখা ‘মন গলবে না’ গানে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। আগের গানের মতো এটিতেও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটির ভিডিওতেও একসঙ্গে মডেল হয়েছেন এ জুটি।
আরও পড়ুন: হঠাৎ রাজকীয় লুকে পলাশ-ইভানা!
ভিডিও পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ। এরই মধ্যে প্রকাশিত হয়েছে গানের টিজার, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির ছবি প্রকাশ করে ফারিণ লিখেছিলেন, আমার মন ইস্পাতের তৈরি, তাই তোমার জন্য গলবে না।








