বক্স অফিসে ঝড়, ক্যারিয়ারের সেরা ওপেনিং রণবীর সিংয়ের

বলিউড তারকা রণবীর সিংয়ের জন্য এ যেন নতুন মাইলফলক! শুক্রবার ০৫ ডিসেম্বর মুক্তির প্রথম দিনেই তার সর্বশেষ ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
বিজ্ঞাপন
প্রত্যাশার চেয়েও বেশি আয় করে সিনেমাটি প্রথম দিনের খাতা খুলেছে ২৭ কোটি রুপি দিয়ে—যা রণবীরের অভিনয় জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং।
মুক্তির আগে বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ছবিটির প্রথম দিনের আয় হবে ১৫ থেকে ১৮ কোটি রুপির মধ্যে। কিন্তু বাস্তবে ‘ধুরন্ধর’ সেই হিসাবকে ছাড়িয়ে আরও বড় চমক দেখিয়েছে। এমনকি সম্প্রতি আলোচিত ছবি ‘সাইয়ারা’-র প্রথম দিনের ২১.৫০ কোটি রুপির রেকর্ডকেও পিছনে ফেলেছে এটি।
বিজ্ঞাপন
রণবীর সিংয়ের পূর্বের হিট ছবিগুলোর ওপেনিংকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’। তার ব্লকবাস্টার ‘পদ্মাবত’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ২৪ কোটি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি। নতুন ছবিটি সেই দুই রেকর্ডকেই ভেঙে দিয়েছে।
এনডিটিভি জানায়, মুক্তির দিনে ‘ধুরন্ধর’-এ সারাদেশজুড়ে দর্শক উপস্থিতি ছিল ৩৩.৮১ শতাংশ। প্রাথমিকভাবে ৪ হাজারের বেশি শো বুক হলেও সন্ধ্যার পর দর্শকের ঢল বাড়তে থাকে এবং অকুপেন্সি ৫৫ শতাংশের ওপর উঠে যায়।
বিজ্ঞাপন
আদিত্য ধর পরিচালিত, লেখা ও সহ-প্রযোজনায় নির্মিত এই অ্যাকশন-থ্রিলারে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপাল। রহস্যময়ী চরিত্রে সারা অর্জুনকেও ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ছবি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস।








