সমুদ্রের বুকে মিমের ছুটি, নেটদুনিয়ায় মুগ্ধতার ঝড়

কাজের ফাঁকে ছুটি কাটাতে দেশের বাইরে প্রায়ই উড়াল দেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। ভক্তমহলে তাকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। এবারও ব্যতিক্রম ঘটল না, শীতের এই সময়ে ছুটিতে তিনি মালদ্বীপে উড়ে গেলেন এবং সমুদ্রসৈকতে একের পর এক আবেদনময়ী ও খোলামেলা ভঙ্গিতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন।
বিজ্ঞাপন
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিম মালদ্বীপে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। সমুদ্রসৈকত থেকে কয়েকটি নতুন ছবি পোস্ট করে তিনি ভক্তদের মন জয় করেছেন।
আরও পড়ুন: ডিপ্রেশনের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভশ্রী

এর আগের দিন, গত বৃহস্পতিবারও লাল রঙের পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। পরের দিন আরও খোলামেলা ও আবেদনময়ী ভঙ্গিতে ধরা দিয়েছেন মিম। সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে থাকা ছবিতে পেছনে বিলাসবহুল ওয়াটার ভিলা দেখা যায়। অন্য ছবিতে দুই হাত প্রসারিত করে সমুদ্রের দিকে দাঁড়িয়ে ভ্রমণের আনন্দ ফুটিয়ে তুলেছেন তিনি।
বিজ্ঞাপন
মিমের এই ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যক্তিগত জীবনের বাইরে তিনি আসন্ন সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, মিম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এই জুটি তাদের তৃতীয়বার বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন: নতুন রূপে ভেসে উঠলেন জয়া আহসান

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে এর শুটিং চলছে। শুভ-মিম জুটির নতুন কাজের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন








