নতুন রূপে ভেসে উঠলেন জয়া আহসান

ভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের আলাদা এক আগ্রহ। সিনেমার পর্দায় শক্তিশালী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি বরাবরই নজরকাড়া।
বিজ্ঞাপন
সম্প্রতি হাতে আপেল আর ভিন্নধর্মী লুক নিয়ে আলোচনায় এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। পোশাকের ডিজাইন ঘিরে কিছু সমালোচনাও হয় তাকে নিয়ে। এমন আলোচনার মধ্যেই এবার একেবারে ভিন্ন রূপে, নো-মেকআপ লুকে নিজেকে তুলে ধরে আবারও ভক্তদের নজর কেড়েছেন জয়া।
স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে বরাবরই প্রশংসা থাকে। তাই হঠাৎ কোনো সাজগোজ ছাড়াই স্বাভাবিক লুকে হাজির হয়ে অনেককেই চমকে দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বর্তমানে জয়া আহসান নিজ বাসায় ঘরোয়া সময় কাটাচ্ছেন। দৈনন্দিন জীবন, খাওয়া-দাওয়া আর পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্তের কিছু অংশ তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন—‘শীতদুপুর’। ছবিগুলোতে দেখা যায়, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে নো-মেকআপ লুকে রয়েছেন জয়া। দিনের আলোয় তোলা সেলফিগুলোতে কোনো কৃত্রিম সাজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য ধরা পড়েছে।
বিজ্ঞাপন
ছবির মাধ্যমে অভিনেত্রীর বর্তমান লাইফস্টাইলের কিছুটা ঝলকও মিলেছে। বোঝা যায়, এই সময়টায় তিনি পরিবার, খাবার আর পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে বেশ উপভোগ করছেন।
জয়ার এই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই তার সহজ, স্বাভাবিক ও রোদমাখা লুকের প্রশংসা করছেন।








