Logo

কার সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন অপু বিশ্বাস

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ২০:৪৭
3Shares
কার সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢালিউড কুইন’খ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কারছেন অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

অধিক সিনেমায় কাজ করা এই তারকার প্রায় ৮০টি ছবির নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান। এ ছাড়া মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন ও জয় চৌধুরীর মতো তারকাদের সঙ্গেও অপু পর্দা ভাগাভাগি করেছেন।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ। নির্মাতা বন্ধন বিশ্বাস তার নতুন চলচ্চিত্র ‘সিক্রেট’- এর শুটিং শুরু করতে যাচ্ছেন। এমকে প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন নায়িকা অপু বিশ্বাস, তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেন।

বিজ্ঞাপন

শুটিং শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নায়িকা অপু বিশ্বাস বলেন, বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।

অপু বিশ্বাস বলেন, আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।

শাকিব-নির্ভরতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান অপু।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করা দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।

এদিন সিনেমার বাইরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রলিং বা বুলিংয়ের বিষয়েও কথা বলেন চিত্রনায়িকা অপু। 

বিজ্ঞাপন

অপু বিশ্বাসের ভাষ্যে, আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD