Logo

‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’

profile picture
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৪
2Shares
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’
ছবি: সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই অভিনয় দক্ষতায় দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসা এই শিল্পী পরে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের মতামত জানান তিনি।

বিজ্ঞাপন

ব্যক্তিজীবন কিংবা চারপাশের নানা বিষয়ে প্রায়শই নিজস্ব ভাবনা তুলে ধরেন তিনি। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টকে ঘিরে ভাবনাকে নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। যদিও তিনি কোনো ব্যক্তিকে সরাসরি উল্লেখ করেননি, তবে স্ট্যাটাসে একজন প্রতারক পুরুষের আচরণ, বিশ্বাসঘাতকতা এবং তা আল্লাহ কীভাবে প্রকাশ করে দেন—এসব বিষয় নিয়ে লেখেন।

তিনি লিখেছেন, ‘একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।’

বিজ্ঞাপন

প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে ভাবনা আরও লেখেন, ‘তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, সে যখন কাঁদছিল আর পুরুষটি যখন ভান করছিল যে সবকিছু ঠিক আছে সেই প্রতিটি মুহূর্ত।’

তার ভাষায়, একজন পুরুষ ভাবতে পারে সে খুব চালাক—চিহ্ন মুছে ফেলতে পারবে। কিন্তু কোনো কিছু চিরকাল গোপন থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং নারীর হৃদয়কে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য।

বিজ্ঞাপন

শেষে লিখেছেন, ‘বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তখন তা শাস্তি নয় তাহলো উদ্ধার। আর এখন আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD