Logo

রণবীরের মত নির্লজ্জ মানুষ আজ পর্যন্ত দেখিনি: পীযূষ মিশ্র

profile picture
বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৮
3Shares
রণবীরের মত নির্লজ্জ মানুষ আজ পর্যন্ত দেখিনি: পীযূষ মিশ্র
ছবি: সংগৃহীত

বলিউডের প্রখ্যাত ‘কাপুর পরিবার’-এর উত্তরাধিকার বহন করা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন প্রবীণ অভিনেতা ও নাট্যকার পীযূষ মিশ্র। তার সমালোচনার মূল কেন্দ্রে বর্তমান প্রজন্মের তারকা রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত আচরণ নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি।

বিজ্ঞাপন

পীযূষ মিশ্রের মতে, কাপুর পরিবারের দীর্ঘদিনের নৈতিকতা ও শৈল্পিক মানদণ্ড রণবীর ধরে রাখতে পারেননি। তার ভাষায়, রণবীরের মধ্যে কাপুর পরিবারের লিগ্যাসির “ছিটেফোঁটাও” নেই।

রণবীর কাপুরের আচরণ নিয়ে মন্তব্য করতে বলেন, ‘ছেলেটি একেবারে অন্যদের থেকে আলাদা। এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি আমি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময়ে যতটা সংযত থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়।’

বিজ্ঞাপন

‘তখন আর কাপুর বংশের লিগ্যাসি ওর মধ্যে কাজ করে না। তার বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। ’

অভিনেতার ভাষ্যে, ‘শট দেওয়ার বাইরে ও একেবারে ফুরফুরে মেজাজে থাকে। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD