Logo

মেয়ের অ্যাকশন কোচ শাহরুখ

profile picture
বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৮
7Shares
মেয়ের অ্যাকশন কোচ শাহরুখ
ছবি: সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবার প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন। তাও আবার বাবার সঙ্গেই—আসন্ন ছবি ‘কিং’–এর মাধ্যমে। মেয়ের বড় পর্দার অভিষেককে নিখুঁত করতে কোনো ছাড় দিচ্ছেন না শাহরুখ। বরং শুটিং সেটকেই পরিণত করেছেন একপ্রকার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে নিজ হাতে সুহানাকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় পরিচালক ফারাহ খান। মঙ্গলবার আয়োজিত ওই অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাহ। সেখানেই তিনি জানান, কীভাবে বাবা হিসেবে নয়, বরং একজন অভিনেতা হিসেবেই সুহানাকে প্রস্তুত করছেন শাহরুখ।

ফারাহ খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই মুহূর্তের মধ্যে সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই সুহানার প্রসঙ্গে কথা ওঠে।

বিজ্ঞাপন

অভিনেতার দিকে তাকিয়ে ফারাহ বলেন, ‘শাহরুখের ছেলে আরিয়ান দুর্দান্ত একটি ওয়েব সিরিজ বানিয়েছে, 'দ্য ব্যাড্স অফ বলিউড'। আর সুহানা প্রচণ্ড পরিশ্রমী। এবার তাকে 'কিং' ছবিতে দেখা যাবে।’

‘আমি জানি, তুমিই (শাহরুখ) তাকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।’ ফারাহর এই কথা শুনে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি মাথা নেড়ে সম্মতি জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও সেটি ছিল ওটিটি প্ল্যাটফর্মের ছবি। এবার প্রথমবারের মতো বড় পর্দায়, তাও অ্যাকশন ঘরানার চরিত্রে সুহানাকে দেখতে পাবেন দর্শকরা—শাহরুখ খানের ‘কিং’ ছবিতে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD